বিদ্যালয়টি দিনাজপুর জেলাধীন খানসামা উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে টংগুয়া বাজার সংলগ্ন পূর্ব উত্তর কোনে অবস্থিত । বিদ্যালয়টিতে শিশু শ্রেনীসহ মোট ছয়টি শ্রেণী চালু রয়েছে । বিদ্যালয়ের শিক্ষা পদসংখ্যা মোট ৪টি । এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ এবং NGO এর সহযোহীতায় অস্থায়ীভাবে মোট ০৫ জন শিক্ষক কে চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে । অত্র বিদ্যালয়ে একটি অফিস কক্ষসহ ৩টি শ্রেণী কক্ষ নিয়ে একটি বিল্ডিং রয়েছে । বিদ্যালয়ের সামনে রয়েছে সারি সারি ফলজ এবং বনজ বৃক্ষ । স্থানীয় সহযোগীতায় বাশদিয়ে নির্মিত হয়েছে সুদৃশ্য বিদ্যালয়ের প্রধান গেট । রং দিয়ে সুসজ্জিত বাশের বেড়া, অপেক্ষমান শিক্ষার্থীদের বসার রয়েছে বাশের সোফা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস